প্রকাশিত: ৮:৩৪:০০ অপরাহ্ণ, ৬ অক্টোবর, ২০২৪
মাহিয়া মাহি
লাস্টনিউজবিডি, ৬ অক্টোবর: ঢালিউডের আলোচিত-সমালোচিত ও অন্যতম সুন্দরী নায়িকা মাহিয়া মাহি। নানা কথা আর কাজ দিয়ে বিতর্ক সৃষ্টিতে তার জুড়ি নেই। সেই ধারাবাহিকতায় এবার মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘ছাগল’ আখ্যা দিলেন। একইসঙ্গে মানুষ হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করলেন।
শনিবার রাতে মাহিয়া মাহি তার ফেসবুকে লিখেছেন— ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।’
অভিনেত্রীর এই রহস্যময় পোস্টে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। জাহারা মিতু নামে এক উঠতি নায়িকার মন্তব্য, ‘অবশেষে মাহি বুঝল যে সে একটা ছাগল।’ লাইনটা তিনি খবরের শিরোনাম হিসেবে লিখেছেন। পরবর্তী হেডিং কেমন হতে পারে তাও জানতে চেয়েছেন মিতু।
অনেকে মন্তব্য করেছেন, একটা লম্বা সময় ধরে হাতে তেমন কাজ নেই মাহিয়া মাহির। স্বভাবিকভাবেই নেই তাকে নিয়ে কোনো আলোচনা। তাই আলোচনায় আসতেই মাহি ফেসবুকে এমন উদ্ভট পোস্ট দিয়েছেন বলে ধারণা নেটিজেনদের একাংশের।
লাস্টনিউজবিডি/এএইচ
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি