প্রকাশিত: ১০:৫০:০০ পূর্বাহ্ণ, ২৪ মার্চ, ২০২৫
লাস্টনিউজবিডি ২৪ মার্চ:প্রতি বছরের মত এবারও ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ভাবে পাঁচতারকা হোটেলপ্যান প্যাসিফিক সোনারগাঁও ইফতার মাহফিলের আয়োজনে আমন্ত্রিত অতিথিদের তালিকা চুড়ান্ত করে রাখে । কিন্তু বাধ সাধে বাংলাদেশ ব্যাংক । বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে সব অপ্রয়োজনীয় খরচ পরিহার করার জন্য নির্দেশনা দেয় ।
এই নির্দেশনা মানায় ব্যাংকের প্রায় ১০ কোটি টাকা সাশ্রয় হয় ।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায় ,ইসলামী ব্যকের ৪ শাখায় ইফতারের জন্য ৩ কোটি ২০ লাখ, ২৬০ টা সাব- শাখার জন্য ২ কোটি, ১৬ টি জোনের কার্যালয় ১৬ টি ইফতার ,এবং কেদ্রীয়ভাবে পাঁচতারকা হোটেল সোনারগায়ে ইফতারের জন্য প্রায় ১০ কোট টাকা ব্যায় করা হতো । অবশ্য দু -তিন বছর বাদ দিয়ে প্রায় বছরই এটা করা হয় ।
“ ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, ডাকাতের বেশে নতুন ডাকাতরা ৫ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল। তারা পালিয়ে এসেছে। জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে’ জামাতের আমীরের এই বক্তব্যের পর ব্যাংকের কর্মকর্তারা বেপরোয়া হয়ে উঠে ।
ইসলামী ব্যাংকের ৪শ তম শাখা উদ্বোধন করা হয় টাংগাইলে গভর্নরের বাড়ীকে সামনে রেখে । উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাংকের অনেক অর্থ ব্যায় করা হয় । উপস্থিত ছিলেন গভর্নরও ।
অবশ্য ফ্যসিষ্ট সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের সুর বাবুকে হাতে রাখার জন্য তাকে খুশি করতে ব্যংককে নানাভাবে ব্যবহার করা হয় বলে একটি সুত্র জানায় ।
৫ আগস্টের পর জটিকা গতিতে ইসলামী ব্যাংকের এমডি একের এক ব্যয়বহুল প্রোগ্রাম করেন। যা বাংলাদেশ ব্যাংকের নজরে আসে । তাছাড়া এস আলম গ্রুপ, নাবিল গ্রুপ এর লোন বিতরনে কারা কারা জড়িত সে বিষয়ে অডিট চলছে । চলছে দুদকের তদন্ত ও মামলা । সবকিছু সামনে রেখে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ব্যায়ের রশি টেনে ধরার জন্য এই চিঠি দেয় ।
এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক । আর এই ফাঁকে নাবিল গ্রুপ ম্যনেজ করতে ব্যস্ত সাংবাদিক সমাজ । ইতিমধ্যে নাবিল গ্রুপ ১০ হাজার টাকার ইদ উপহার প্যাকেট বানিয়ে বিতরন করছে । প্রায় দেড় হাজার প্যাকেট সাংবাদিকদের মাঝে বিতরন করেছে । এই প্যকোটে রয়েছে , সিমাই, দুধ, তেল , ডাল সহ ইদের বাজার ।
বকেয়া ঋণ আদায়ে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রবিবার (২৩ মার্চ) একটি জাতীয় দৈনিকে ব্যাংকটি প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করেছে। অথচ কোন রকম মর্গেজ ছাড়াই হাজার হাজার কোটি টাকা লুট করেছে সে ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে জানা যায়নি ।
নোটিশ অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১ দশমিক ৭৫ শতক জমি ভবন স্থাপনাসহ বিক্রি করবে। জমিগুলো চট্টগ্রামে অবস্থিত।
২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এর বোর্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় এস আলম গ্রুপ।
বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান হয়।
এর আগে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য নিলাম নোটিশ দিয়েছিল জনতা ব্যাংক।
এদিকে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে হাতিয়ে নেয় ১৩ হাজার কোটি টাকা । নাবিল গ্রুপের পিওনকেও হাজার কোটির ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক!। কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয় নাবিল গ্রুপকে।
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি