প্রকাশিত: ৮:৪৭:০০ অপরাহ্ণ, ১৩ এপ্রিল, ২০২৫
ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১৩ এপ্রিল: জাতীয় প্রেস ক্লাবের সামনে তখনও মানুষের ভিড়। অনেকে হয়তো আসছিল কৌতূহলে, কেউবা আবার আশায়—গণতন্ত্রের এক নতুন সকালের স্বপ্ন নিয়ে। ঠিক সেই মুহূর্তেই মঞ্চে উঠে দাঁড়ালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথির আসন থেকে তিনি বলতে শুরু করলেন, গলায় ছিল দৃঢ়তা, চোখে ছিল এক ঝলক প্রতিজ্ঞা।
“জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়,”—তাঁর কণ্ঠ ছড়িয়ে পড়ল জনতার মাঝে—“এটা ছিল আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ছাত্র-জনতা মিলে যেভাবে গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিল, সেটা কোনো দলীয় নির্দেশে নয়, ছিল একেবারে হৃদয়ের ডাক থেকে। এটা ছিল গণতান্ত্রিক গণঅভ্যুত্থান।”
শ্রোতাদের মাঝে তখন নীরবতা, অনেকে মাথা নেড়ে সমর্থন জানাচ্ছিল। সালাহউদ্দিন আহমেদ থেমে গেলেন একটু, যেন পরবর্তী কথাগুলোর ভার বুঝিয়ে নিতে চাইছেন সবার মাঝে।
“নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না,” তিনি বললেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে, “আপনারা অনির্বাচিত—এটা প্রতিদিন আপনাদের স্মরণ করিয়ে দেওয়া হবে। গণতন্ত্রের কথা বলে আপনারা উলটো পথে হাঁটবেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন—এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি সেই জনতার প্রত্যাশা, যারা রাজপথে জীবন বিসর্জন দিয়েছিল?”
মঞ্চের পেছনে তখন বাতাস বইছিল অদ্ভুত এক ছন্দে, যেন কথাগুলো আকাশে ভেসে গিয়ে ঢাকাসহ দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ছিল। এই বক্তব্য শুধু রাজনীতি নয়, এক ধরনের ঘোষণা ছিল—গণতন্ত্রকে কেন্দ্র করে, জনগণের স্বপ্নকে ঘিরে এক নতুন লড়াইয়ের সূচনা।
সম্মেলনের শেষে যখন সবাই মঞ্চ ছাড়ছিল, তখন একজন তরুণ ছাত্র নেতাকে বলতে শোনা গেল, “এই কথা যদি আমরা বুকে ধারণ করি, তবে এই পথ চলা থামবে না। গণতন্ত্র একদিন ফিরবেই।
উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা...। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি?
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার একটি বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এই নেতা বলেন, কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা...আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, সে জন্য আমি সমালোচনা কম করতে চাই। বললেন, উনারা নাকি নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে জনগণ? তাহলে এ দেশে নির্বাচন কমিশন আছে কেন?
এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এ দেশের মানুষের কামনা। কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।
এ সময় কবি–চিন্তক ফরহাদ মজহারের একটি বক্তব্যেরও সমালোচনা করেন সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, উনার (ফরিদা আখতার) স্বামী আমাদের ভাই ফরহাদ মজহার সাহেব দু–তিন দিন আগে বক্তব্য দিয়েছেন, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। কেবল লুটেরাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কী আর বলব!
যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এ দেশের হাজার মানুষ শহিদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো—সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন বলে মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমদ। তিনি প্রশ্ন করে বলেন, ‘কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদের সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায়ই ডিসেম্বরে থেকে জুন, ডিসেম্বর–জুন–ডিসেম্বরে আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন?’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনি পৃথিবীবিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি। আপনার এই রকম শিফটিংটা (নির্বাচন নিয়ে ডিসেম্বর ও জুন–সম্পর্কিত বক্তব্য) কিন্তু জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেবে না।
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, আমাদের সঙ্গে আপনারা বৈঠক করেছিলেন। কথা দিয়েছিলেন। আপনাদের সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে। নির্বাচন কমিশনের সঙ্গে বসেছি, কথা বলেছি। তাঁদের সব নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে। তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য উদগ্রীব।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি