প্রকাশিত: ৩:৫১:০০ অপরাহ্ণ, ২৬ জুন, ২০২৫
ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ২৬ জুন: টানা ৪৫ দিন পর নগর ভবনে অফিস করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসিতে প্রবেশ করেন তিনি। পরে নিজ কার্যালয়ে বসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
এ সময় তিনি ডিএসসিসির সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অফিস করার নির্দেশ দেন। ভবিষ্যতে নগর ভবনে আর কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন প্রশাসক শাহজাহান।
এর আগে রোববার টানা ৪০ দিন বন্ধ থাকার পর ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন খোলা হয়। এর ফলে আংশিকভাবে শুরু হয়ে নাগরিক সেবা কার্যক্রম।
এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীরা আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।
গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার আজকে ডিএসসিসি প্রশাসকের অফিস করার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে নিয়োগ দেয় সরকার। তার আগে শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি