প্রকাশিত: ১২:০৯:০০ অপরাহ্ণ, ১৫ জুলাই, ২০২৫
।।আলীমুজ্জামান হারুন ।।
অবশেষ দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের রেগুলার ব্যবস্থাপনা পরিচালক হতে যাচ্ছেন বর্তমান এমডি (চলতি দায়িত্বে) ওমর ফারুক খান ।
গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে এমডি হিসাবে চুড়ান্ত করে অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয় । আজ -কালের মধ্যে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি পত্র পাঠালে তিনি রেগুলার এমডি হিসাবে দায়ত্ব পালন করবেন।
ইসলামী ব্যাংকের একজন পরিচালক বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের সবচেয়ে ভালো ব্যাংক ছিল। এস আলম গ্রুপ ব্যাংকটি দখলের পর নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ বের করে নিয়েছে। এ ক্ষেত্রে আসলে কত টাকা বের করা হয়েছে, ঋণ বের করার ক্ষেত্রে কোন পর্যায়ের কর্মকর্তার কী ধরনের সম্পৃক্ততা ছিল, এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত ছিল কিনা, এসব খতিয়ে দেখার জন্য একটি অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়। আবার ব্যাংকটির ট্রেজারি বিভাগ কোনো নিয়ম না মেনে ফার্স্ট সিকিউরিটিসহ এস আলম গ্রুপের অন্য ব্যাংককে ডলার ও টাকা দিয়েছে বলে বোর্ডকে জানানো হয়েছে। কোন প্রক্রিয়ায় এ টাকা দেওয়া হয় এবং সেই টাকা কোথায় কীভাবে গেছে, তা খতিয়ে দেখতে আরেকটি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়।
'কারা ব্যাংকের ঋণ পরিশোধ করছেন না এবং কারা তা অনুমোদনের সঙ্গে জড়িত ছিলেন তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় নতুন পর্ষদ।' দুটি অডিট ফার্মই তাদের তদন্ত প্রতিবেদনে প্রকৃত তথ্য না বের হয়ে আসায় ইসলামী ব্যাংকে ফার্ম ২ টিকে কালো তালিকা ভূক্ত করার সভায় সিদ্দান্ত নেয়া হয় ।
আরো পড়ুন
আসছে ইসলামী ব্যাংকে নতুন এমডি!
নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মাহফেল হক অ্যান্ড কোং, পিকেএফ হালিম খায়ের চৌধুরী, এ ওয়াহাব অ্যান্ড কোং এবং জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং।
২০১৭ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ৭৪ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এটি গত মার্চ পর্যন্ত ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৪৭ শতাংশ।।
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি