প্রকাশিত: ১০:০৯:০০ অপরাহ্ণ, ১৫ জুলাই, ২০২৫
ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ১৫ জুলাই: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সরকার জনগণের জন্য কার্যকর কোনো ভূমিকা রাখছে না। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজ করতে শিখে গেছে। মৌলিক সংস্কারের জন্য প্রয়োজনীয় কাজগুলো তারা করছে না। আমাদের নতুন করে জনগণের সরকার গঠন করতে হবে।”
মঙ্গলবার বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিনে ভোলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন আরও অভিযোগ করেন, ভোলার ৫৭ জন শহীদ পরিবারের দায়িত্ব নিতে জুলাই ফাউন্ডেশন ব্যর্থ হয়েছে। আহত ও শহীদ পরিবারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ভোলা সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিজ দলের কর্মীকে ধর্ষণের পর লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমাদের যেমন শোক, তার দলের নেতাদের তেমন কোনো মর্মবেদনা নেই।” তিনি ভোলাকে সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজদের আস্তানা হতে না দেওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি