প্রকাশিত: ৬:২৩:০০ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
লাস্টনিউজবিডি, ১৪ সেপ্টেম্বর: মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরণের হুমকি পেয়েছেন বিতর্কিত রাজনীতিক, ব্যবসায়ী ও কলাম লেখক গোলাম মাওলা রনি। এই হুমকি দেওয়া হয়েছে তার ব্যক্তিগত সচিবকে ফোন করার মাধ্যমে। শনিবার ফেসবুকে একটি পোস্ট দিযে এমন দাবি করেছেন রনি। কিন্তু কে হুমকি দিল তাকে?
ফেসবুক পোস্টে রনি দাবি করেছেন, সেনাবাহিনী পরিচয়ে ব্যক্তিগত সচিবের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে। লিখেছেন, ‘সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে +8801858846051 নম্বর থেকে ফোন করে জনৈক ব্যক্তি গত কয়েক দিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানা হুমকি-ধমকি দিতে থাকেন।’
লিখেছেন, ‘আজ সকাল ১১টা ৩৬ মিনিটে উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন, তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য । নইলে...।’
রনি আরো লিখেছেন, ‘আমি ব্যবসা করি সেই ১৯৯১ সাল থেকে। কোনো দিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ড. ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একি বিপদে পড়লাম। আমার এখন কী করা উচিত?’
এই পোস্টের নিচে মন্তব্য করে অনেকে রনিকে আইনের আশ্রয় নেওযার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার তার দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রনি তাদের সমালোচনায় মগ্ন। এই সরকারকে বিতর্কিত করার জন্যই রনি হুমকির মিথ্যা নাটক সাজিয়েছেন বলে মন্তব্য নেটিজেনদের।
লাস্টনিউজবিডি/এএইচ
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি